ইসলামে নারীর সম্মান-মর্যাদা ও অধিকার

Published On Mar 31, 2021

একটা নারীর যখন জন্ম হয়! তখন ইসলাম বলে:
"যার ঘরে প্রথমে কন্যা সন্তান হয় সেই ঘর বরকতময়!
.
নারী যখন যুবতী হয়, ইসলাম ঘোষনা দেয়:
"যে তার মেয়েকে সঠিক ভাবে লালন পালন করে,ভাল পাত্র দেখে বিয়ে দেয়। তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়!
.
নারী যখন বিবাহিত, ইসলাম বলে:
"সেই পুরুষই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম"।
.
নারী যখন সংসারী, ইসলাম বলে:
"স্ত্রীর দিকে দয়ার দৃষ্টিতে তাকানো সওয়াবের কাজ। এমনকি স্ত্রীকে আদর করে মূখে এক লোকমা খাবার তুলে দেয়াও"।
.
নারী যখন গর্ভবতী,ইসলাম বলে:
"গর্ভাবস্থায় যে নারী মারা যায়, সে শহীদের মর্যাদা পায়"।
.
নারী যখন মা, ইসলাম বলে:
"মায়ের পদতলে সন্তানের জান্নাত!
.
ইসলাম যখন নারীকে যথাযথ মর্যাদা ও সম্মান দিয়েছে। তার সুষম অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেছে। তাকে আদর্শ একটি পরিবার ও সমাজের কারিগর বানিয়েছে। সেখানে ইসলামিক ধ্যান ধারনা বাদ দিয়ে কিছু তথাকথিত আধুনিক, নারীবাদী, ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী চিৎকার করছে নারীর সমান অধিকার, নারীর ক্ষমতায়ন, নারীর ক্যরিয়ার ইত্যাদির নামে। আসলে নারীকে অসম্মানিত করতে, নিরাপদহীন করতে, অর্থ ও খ্যাতির নামে নারীদের পণ্য বানিয়ে কলঙ্কিত করতে এবং কলুষতা ছড়িয়ে আমাদের পরিবার ও সমাজ ব্যবস্থায় ভাঙ্গন ধরাতে। আর এতে আপনি, আমি, আমাদের মা বোন সবাই অসুখী, অশালীন, অকল্যাণকর, অন্যান্য জীবন ব্যবস্থার দ্বারপ্রান্তে!